গত কয়েক দিনের চিত্রনাট্যে যা ছিল অনুমিত, বাস্তবে রূপ পেয়েছে সেটাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল । ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয় । ফলাফল ঘোষণা করতে এসে সংবাদ সম্মেলনে আমিনুলকে সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। নির্বাচনে দুজন সহ-সভাপতিও মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন — ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। সভাপতির পাশাপাশি দু’টি সহ সভাপতির পদেও কোন প্রতিদ্বন্দ্বি ছিল না। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়েছিলেন টেস্ট ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। ক্যাটাগরি – ১এ বরিশাল বিভাগ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। ক্লাব ক্যাটাগরি থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।বিসিবি সভাপতি নির্বাচিত হবার পর বুলবুল বলেন, ‘আমার মূল কাজ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আমি আগেও বলেছি, ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়।আগামী চার বছরের জন্য আমরা পরিকল্পনা করব। আশা করি, আমরা সফল হতে পারব।’ এর আগে পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা বিভাগের ক্যাটাগরি-১ থেকে (জেলা ও বিভাগ) বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম নির্বাচিত হন। এছাড়াও, রাজশাহী বিভাগ থেকে মুখলেছুর রহমান ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। রংপুর বিভাগ থেকে ৭ ভোট
পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান । রংপুরে হাসানুজ্জামানের প্রতিদ্বন্দ্বি শাহাদাত সজল পেয়েছেন মাত্র ১ ভোট।ক্যাটাগরি – ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জলুফিকার আলি খান, সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহেমেদ ৪২ ভোট পেয়ে ক্যাটাগরি – ২ থেকে ( ঢাকা মেট্রোপলিস ক্লাব ) নির্বাচিত হয়েছেন । ক্লাব ক্যাটাগরি থেকে ইফতেখার রহমান মিঠু ৩৪ এবং মনজুর আলম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে আরও নয়জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দিপন (৪০), ফয়জুর রহমান (৪২), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪০), শানিয়ান তানিম (৪২), মোকসেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৭) এবং মেহরাব আল চৌধুরি (৪১)।
ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পালকে ৩৫-৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন পাইলট।জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৫ জন পরিচালকের তালিকা সম্পূর্ণ করার জন্য ইশফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করেছে। তিন ক্যাটাগরিতে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দিয়েছেন। যা ৭৩.৭১ শতাংশের মত।ক্যাটাগরি-১-এ ৩৫ জনের মধ্যে ৩০ জন, ক্যাটাগরি-২-এ ৭৭ জনের মধ্যে ৪২ জন এবং ক্যাটাগরি-৩-এ ৪৫ জনের মধ্যে ৪৩ জন ভোট দিয়েছেন।
ই-ভোটও বিকল্প ছিল এবং ক্যাটাগরি-১-এর ১৯ জন কাউন্সিলর এই সুযোগ নিয়েছেন। ক্যাটাগরি-২-এ ৩৫ জন এবং ক্যাটাগরি-৩-এ মাত্র ৪ জন ই-ভোট দিয়েছেন।