প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম প্রতিনিধি, সবুজ বাংলা টিভি
চট্টগ্রাম ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপ নামের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটির আটতলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়।
এরপর মুহূর্তেই নিচের দুটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ১০ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন—
“দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে।
হতাহত বা ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।”
জানা গেছে, অ্যাডামস ক্যাপ কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো।
প্রচুর কাপড় ও কেমিক্যাল মজুদ থাকায় আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন—
“ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”
অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ঘটনাস্থলে প্রবেশ করেছে পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষের সদস্যরা।
সবুজ বাংলা টিভির দৃষ্টি:
সবুজ বাংলা টিভি ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করছে।
নতুন আপডেট পাওয়া মাত্রই আমাদের পাঠকদের জানানো হবে।
সংবাদ সম্পাদনা: সবুজ বাংলা টিভি অনলাইন ডেস্ক