নতুন অধিনায়ক আর অনেক পরিবর্তনে ভারতের ওয়ানডে দলে জায়গা পাননি রাভিন্দ্রা জাদেজা। তবে সেই সিদ্ধান্ত বড়
চমক হয়ে আসেনি তার জন্য। নির্বাচকরা তাকে আগেই ব্যাখ্যা করেছিলেন সবকিছু । তবে বাদ পড়লেও ওয়ানডেকে
বিদায় বলছেন না অভিজ্ঞ অলরাউন্ডার। বরং ২০২৭ বিশ্বকাপে খেলে শিরোপা জয়ের স্বপ্ন মনে পুষে রেখেছেন তিনি।
শুবমান গিলের নেতৃত্বে ভারতের ওয়ানডে দলের নতুন পথচলা শুরু হচ্ছে সামনের অস্ট্রেলিয়া সফর দিয়ে । চ্যাম্পিয়ন্স
ট্রফিতে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রোহিত শার্মা যেমন নেতৃত্ব হারিয়েছেন, তেমনি দলে আছে পাঁচটি পরিবর্তন।
একটি পরিবর্তন জাদেজা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ ছিল না তার পারফরম্যান্স। পাঁচ ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছিলেন
তিনি ওভারপ্রতি মাত্র ৪.৩৫ রান দিয়ে । তবে অস্ট্রেলিয়া সফরের দলে থাকার জন্য যথেষ্ট হয়নি তা।তাতে ভেঙে
পড়ছেন না জাদেজা । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি দিল্লি টেস্টের দ্বিতীয় দিন শেষে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার
বললেন, নির্বাচকদের ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট।
“(দল নির্বাচন) আমার হাতে নেই। আমি খেলতে চাই, অবশ্যই। তবে দিনশেষে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি, কোচ,
অধিনায়ক, সবারই ভাবনা আছে এবং আমাকে এই সিরিজে না নেওয়ার পেছনে তাদের যুক্তি আছে। তারা আমার সঙ্গে
কথা বলেছেন। স্কোয়াড ঘোষণার পর তাই এটি আমার কাছে চমক হয়ে আসেনি।”
“এটা ভালো ব্যাপার যে, আমাকে বাইরে রাখার কারণগুলো তারা আমাকে বুঝিয়ে বলেছেন। সেটা নিয়ে আমি খুশি ।” গত
বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণকে বিদায় বলেছেন জাদেজা। তবে ওয়ানডেকে বিদায় বলবেন না এখনই।
আগামী মাসে তার বয়স পূর্ণ হবে ৩৭। ২০২৭ বিশ্বকাপের সময় বয়স হবে ৩৯ ছুঁইছুঁই। কিন্তু বিশ্বকাপের স্বপ্ন হৃদয়ে
এখনও তরতাজা।
“যখনই আমি সুযোগ পাব পরবর্তীতে, চেষ্টা করব সেগুলোই করতে, এতগুলো বছর ধরে যা করে আসছি। বিশ্বকাপে যদি
সুযোগ পাই… এর আগে অনেক ওয়ানডে আছে এবং সেগুলোতে যদি ভালো খেলতে পারি, ভারতের জন্যই তা ভালো হবে।”
“বিশ্বকাপ জয় করা সবারই স্বপ্ন। গত বিশ্বকাপের অল্পের জন্য আমরা পারিনি। পরেরবার চেষ্টা করব পুষিয়ে দিতে।”
জাদেজার জন্য আশা দেখিয়ে রেখেছেন প্রধান নির্বাচক আজিত আগারকারও। দল ঘোষণার সময় তিনি বলেছেন,
জাদেজাকে তারা পরিকল্পনার বাইরে রাখেননি, কেবল অস্ট্রেলিয়ার কন্ডিশন ভাবনায় রেখেই দলটি গড়া।
“জাদ্দুর জন্য শুভ কামনা। তবে দেখুন, অস্ট্রেলিয়ায় দুজন বাঁহাতি স্পিনার নেওয়ার সুযোগ নেই আমাদের। সে যতটা ভালো
ক্রিকেটার, আমাদের পরিকল্পনায় তাকে অবশ্যই রাখতে হবে। তবে জায়গা নিয়ে কিছু লড়াইয়ের ব্যাপারটিও বুঝতে হবে।”
“চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সে ছিল, কারণ ওখানকার কন্ডিশনের জন্য বাড়তি স্পিনার আমাদের দরকার ছিল। কিন্তু এখন
অস্ট্রেলিয়ায় আমরা কেবল একজন বাঁহাতি স্পিনার নিতে পারব, যেহেতু কুলদিপ (বাঁহাতি রিস্ট স্পিনার) ও ওয়াশি
(অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দার) আছে দলে। অস্ট্রেলিয়ায় এর বেশি দরকার নেই। এটা ছোট সিরিজ। সবাইকে
তো দলে জায়গা দেওয়া যাবে না । দুর্ভাগ্যজনকভাবে এই সিরিজে সে বাইরে থাকছে , এর বেশি কিছু আপাতত নেই।”
ভারতের হয়ে ২০৪ ওয়ানডে খেলে ২৩১ উইকেট নিয়েছেন জাদেজা, রান করেছেন ১৩ ফিফটিতে ৩ হাজারের কাছাকাছি।
তবে কন্ডিশনের কথা ভাবনায় রাখলে ২০২৭ বিশ্বকাপে খেলাও তার জন্য হবে বড় চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে,
নামিবিয়ার কন্ডিশনেও তো খুব বেশি স্পিনার খেলানোর সুযোগ পাবে না দলগুলি!