রূপসুধার অমলধারা

কাব্যিক নাম: রূপসুধার অমলধারা
মোহাম্মদ আলীম-আল-রাজী

মনে হয় অনন্তকাল
রূপসুধাতে ভাসি,
হৃদয় আমার মাতোয়ারা
সুধা দিয়ে হাসি।

চোখে ভাসে রঙিন ঢেউ
স্বপ্ন নাচে প্রাণে,
মধুর তানে হৃদয় ভরে
ছন্দ খেলে গানে।

নিশি দিনে সুখের আলো
আত্মা করে পূর্ণ,
রূপসুধার অমলধারা
চির অমোঘ সুর্ণ।