বগুড়ায় সারজিস আলমের সভা চলাকালে ককটেল বিস্ফোরণ, কেউ হতাহত হয়নি
বগুড়া, ২০ অক্টোবর:
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয়
সমন্বয় সভা চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সভায় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা পরিষদের পেছন সংলগ্ন ভবন
থেকে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়, যার একটি বিস্ফোরিত হয় । তবে এতে
কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ এবং সিআইডির ক্রাইমসিন দল ঘটনাস্থলে
পৌঁছে তদন্ত শুরু করে। অবিস্ফোরিত আরেকটি ককটেল উদ্ধার করে সেটিকে
নিষ্ক্রিয় করার জন্য পানির বালতিতে ডুবিয়ে রাখা হয়।
ককটেল বিস্ফোরণের ঘটনায় সভায় কোনো বিঘ্ন না ঘটলেও এনসিপির স্থানীয়
নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন এবং পুলিশের নিরাপত্তা
ব্যবস্থার সমালোচনা করেন। তাদের অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও পুলিশ
পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি, যার ফলে এই ঘটনা ঘটেছে।
তবে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) হাসান বাসির বলেন, “জেলা
পরিষদ চত্বর চারপাশে নিরাপত্তা দেওয়ালে ঘেরা এবং মূল গেটে পর্যাপ্ত পুলিশ
মোতায়েন ছিল। পেছন দিকের সংলগ্ন ভবন থেকে কে বা কারা ককটেল নিক্ষেপ
করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এর আগে বিকেল পৌনে ৩ টার দিকে সারজিস আলম শহরের আলতাফুন্নেছা
খেলার মাঠসংলগ্ন এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন এবং সাংবাদিকদের
সঙ্গে মতবিনিময় করেন । সেখানে তিনি জুলাইয়ের অভ্যুত্থান প্রসঙ্গে বলেন,
“মানুষ এখনো ওই ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেনি।”