জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার, চিকিৎসা চলছে রেডিয়েশন ও হরমোন থেরাপিতে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। রোগ নিরাময়ের  জন্য  তিনি

বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি নিচ্ছেন বলে তার মুখপাত্র আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

বাইডেনের সহকারী কেলি স্কালি এক বিবৃতিতে বলেন,
“প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে তিনি রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি নিচ্ছেন।

চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিয়মিত পর্যবেক্ষণও চলছে।”

বাইডেনের  দপ্তরের  তথ্য  অনুযায়ী,  তার  গ্লিসন  স্কোর ৯,  যা নির্দেশ করে রোগটি   অত্যন্ত  আগ্রাসী   প্রকৃতির ।

তবে আশার    কথা — এই ক্যান্সারটি   হরমোন – সংবেদনশীল, অর্থাৎ  হরমোনভিত্তিক  চিকিৎসায়  ভালো  সাড়া

দেওয়ার সম্ভাবনা  বেশি । আগামী  মাসে  ৮৩  বছরে  পা  দেবেন  সাবেক  এই মার্কিন  প্রেসিডেন্ট ।  গত  বছরের

সেপ্টেম্বরে তিন মোহস  সার্জারি  করান ।  ওই  সার্জারির  মাধ্যমে  মাথার  তালুর  ত্বকে  থাকা  ক্যান্সারযুক্ত  কোষ

অপসারণ করা হয়েছিল। মোহস  সার্জারি  একটি   অত্যন্ত   সূক্ষ্ম   চিকিৎসা – পদ্ধতি , যা  ক্যান্সার  কোষ  সরিয়ে

আশপাশের সুস্থ টিস্যু যতটা সম্ভব অক্ষত রাখে।

বিশেষজ্ঞরা জানান, প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। আমেরিকান ক্যান্সা সোসাইটির

তথ্য অনুযায়ী, ৮০ বছরের বেশিবয়সী  প্রায়  ৮০  শতাংশ  পুরুষের  প্রোস্টেট  গ্রন্থিতে  কিছু না কিছু ক্যান্সারজাত

কোষ থাকতে পারে।

গবেষণায় দেখা গেছে, ক্যান্সারটি যদি প্রাথমিক পর্যায় শনাক্ত  করা    যায় ,  তবে  চিকিৎসা  অত্যন্ত  কার্যকর  হয়।

তবুও এখনো এটি পুরুষদের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় শীর্ষ কারণ।

বিশ্বজুড়ে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।